এখন অফুরন্ত সময়;
কষ্টের কথা কলিরা ঝরে গেছে ঠিক সময়,
অপেক্ষার প্রহর ক্লান্ত হয়ে মূর্ছে গেছে আবার।
এখন আমার অফুরন্ত সময় ;
কথা গুলো কবিতা হোক নব বসন্তের ছোঁয়ায়,
গল্প গুলোতে প্রাণ ফিরুক শুভ্র শিশিরের মত।
নেই অবসাদ কিংবা ফিরে দেখার বাহুল্য ;
নেই করুণ আকুতি দুঃখ ফিরে পাবার,
এখন অফুরন্ত ইচ্ছেশক্তি আমার।
তারা খসে পড়ুক, চাঁদও তলিয়ে যাক;
সে চলে যাক অন্য কারো হাতে রেখে হাত,
এখন দুঃখ হয়না আগের মতন।
এখন অফুরন্ত সময় আমার;
সাথে আছে অঢেল বেদনা,
কবিতা লেখার ভাব আর সাধনা।