দায়িত্ব নিলে ভালোবাসা বৃদ্ধি পায়
আর যদি তার ভিন্ন মত হয়
তবে ভালোবাসার হ্রাস ঘটে।
এমন ভালোবাসা তবে নাইবা বাসলে
এমন ভালোবাসা তবে নাইবা নিলাম।
যেখানে স্বার্থ থাকে সেখানে থাকেনা
প্রকৃত প্রেম বা ভালোবাসা
ন্বার্থের কুটিরে ভালোবাসা প্রতিনিয়ত খুন হয়
আমি অব্যাহতি নিলাম
মরীচিকার মোড়কে মোড়ানো ভালোবাসা থেকে।