পিতার বাড়িতে অষ্ট মঙ্গলে এসে বিয়ের সেই মেহেদীর রং হাতে নিয়েই অভিমানে পৃথিবী ছেড়ে বিদায় নিলেন নববধু আজমিরা খাতুন (১৬)।
বাবা মায়ের বাড়ির পাশের একটি আম গাছের সাথে গলাই রশি পেছিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ঢোলমারী গ্রামে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আজমিরা খাতুন মুজিবনগর উপজেলার ঢোলমারী গ্রামের মোসারফ আলীর মেয়ে। গত শনিবার (১৯ ফেব্রুয়ারী) মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর মাঝপাড়া গ্রামের তাহের আলীর ছেলে শাহিন আলীর (২২) সাথে পারিবারিকভাবে বিয়ে তার হয়েছে।
গত সোমবার (২১ ফেব্রুয়ারী) জামাইকে সাথে নিয়ে অষ্টমোল্লার উদ্দেশ্যে মেয়ে পিতার বাড়ি ঢোলমারীতে আসে। আজমিরার স্বামী শাহিন আলী জানান, মাঝরাতে বাথরুমে যাওয়ার নাম করে সে উঠে আসে। পরে বাড়ির পিছনে আম গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
এদিকে মেয়ের পিতা মোসাররফ হোসেন জানান, বিয়ের পরপই আমার কাছে সে স্বর্ণালংকার দাবী করছিলো সে। আমি তাকে কয়েকদিন পর বানিয়েও দিতে চেয়েছি।আর এ কারণেই হয়তো সে আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, আজমিরার মরদেহ উদ্ধার করা হয়েছিল। প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যার মনে হয়েছে। তবে, কোনো অভিযোগ না থাকায় এবং মেয়ের বাবার আবেদনের কারণে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।