এডোব বেটা সংস্করণে একাধিক বড় পরিবর্তন নিয়ে এসেছে। তারা একের পর এক নতুন জেনারেটিভ ফিচার যুক্ত করেই চলেছে। এবার যুক্ত হয়েছে এডোব অ্যাক্রোবেটেও। কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত নতুন ফিচারে দীর্ঘ ডকুমেন্টের সামারি এখন পাওয়া যাবে। এই সামারি ইমেইল, প্রেজেন্টেশন কিংবা রিপোর্টের ক্ষেত্রে নানাভাবে সহায়তা করতে পারে।
প্রতিষ্ঠানটির মতে, গোটা বিশ্বে তিন ট্রিলিয়ন পিডিএফের তথ্যের সারসংক্ষেপ ও প্রতিবেদন এখন সহজে পাওয়া যাবে।
অ্যাডোবের নতুন এই এআই অ্যাসিস্ট্যান্ট মূলত অ্যাডোব লিকুইড মোডের মতোই। আর এই মডেলের আদলে হওয়ায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার ফিচার সহজেই ডকুমেন্টের ভেতরকার তথ্য উপস্থাপন করে দিতে পারবে। এ বিষয়ে প্রতিষ্ঠানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জানান, ‘পেশাদার ডকুমেন্ট গড়ার ক্ষেত্রে এখন আরও সুবিধা যুক্ত হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট হিসেবে পাঠকের কাছে এর আলাদা আবেদন থাকবে।’
নতুন সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগী তো রয়েছেই সঙ্গে নেভিগেশন বা অ্যাপ পরিচালনাও হচ্ছে সহজতর। অভিজ্ঞতাও হবে সমৃদ্ধ। বিশেষত দীর্ঘ ডকুমেন্টের ক্ষেত্রে শর্ট জেনারেটিভ সামারিও বেশ কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাসিস্ট্যান্ট কোনো কিছু রেফার করলে বা উত্তর দিলে তার প্রামাণিকতা যাচাই করাও সহজ হবে। আর কৃত্রিম বুদ্ধিমত্তার আউটপুট আরও ফরম্যাট করে দেওয়া হবে।
সূত্র: ইনডিয়ান এক্সপ্রেস