সাপ্লাই চেন সমস্যার কারণে আইফোন বিক্রিতে সমস্যা হওয়ায় শুক্রবার অ্যাপলের শেয়ারের দাম এক দশমিক আট শতাংশ কমে গেছে৷ অন্যদিকে মাইক্রোসফটের শেয়ারের দাম বেড়েছে দুই দশমিক দুই শতাংশ৷
তাই শুক্রবার দিন শেষে অ্যাপলের বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছিল ২.৪৮ ট্রিলিয়ন ডলার৷ আর মাইক্রোসফটের ২.৪৯ ট্রিলিয়ন ডলার৷ অর্থাৎ ২০২০ সালের মাঝামাঝিতে অ্যাপলের কাছে হারানো বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির তকমা আবার ফিরে পেয়েছে মাইক্রোসফট৷
২০১০ সালে অ্যাপল প্রথমবারের মতো মাইক্রোসফটকে ছাড়িয়ে গিয়েছিল৷ এরপর থেকে এই দুই কোম্পানির মধ্যে সেরার মুকুট রদবদল হচ্ছে৷
এ ব্যাপারে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, সামনে যে ছুটির মৌসুম আসছে তখনও সাপ্লাই চেন সমস্যটা থাকতে পারে৷ অন্যদিকে এ বছরের বাকিটা সময়ও ভালো বিক্রি হওয়ার আশা করছে মাইক্রোসফট৷
ব্রিটিশ আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান হারগ্রিভস ল্যানসডাউনের ইকুইটি অ্যানালিস্ট সোফি লুন্ড-ইয়েটস বলেন, বৈশ্বিক সাপ্লাই চেন সমস্যা দেখা দিলে এফএএএনজি-ফ্যাঙ কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে অ্যাপল৷ শেয়ারবাজারে বিনিয়োগকারীদের কাছে ফেসবুক, অ্যাপল, অ্যামাজন, নেটফ্লিক্স, গুগল, এই পাঁচ কোম্পানি এফএএএনজি ফ্যাঙ নামে পরিচিত৷
করোনার কারণে ক্লাউডভিত্তিক পরিষেবার চাহিদা বাড়ায় এ বছর মাইক্রোসফটের শেয়ারের দাম ৪৯ শতাংশ বেড়েছে৷ একই সময়ে অ্যাপলের বেড়েছে ১৩ শতাংশ৷