জানুয়ারির শেষের দিকে অ্যাপল তাদের অপারেটিং সিস্টেম আইওএস ১৮.৩-এর নতুন আপডেট উন্মোচন করতে যাচ্ছে। যদিও এতে কোনো বড় পরিবর্তন আনা হয়নি, তবে এতে নতুন এমন কিছু ফিচার সংযুক্ত করা হয়েছে যা আইফোনকে আরও স্মার্ট ও ব্যবহারবান্ধব করে তুলবে। ডিসেম্বরের মাঝামাঝি বেটা সংস্করণ উন্মোচনের পর থেকে এই আপডেটটি নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।
পোস্টার থেকে ক্যালেন্ডার ইভেন্ট
আইফোন ১৬ মডেলের ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স ফিচার পোস্টার বা লিফলেট থেকে ইভেন্টের তথ্য শনাক্ত করে ক্যালেন্ডার অ্যাপে যুক্ত করবে। ক্যামেরা বাটন ট্যাপ করলেই এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে।
গাছ ও প্রাণী শনাক্তকরণ
ভিজ্যুয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ক্যামেরা দিয়ে সরাসরি গাছ, প্রাণী ও পোকামাকড় শনাক্ত করা যাবে। ফটোস অ্যাপের এ ফিচার এখন রিয়েল টাইমে কাজ করবে।
এআই নোটিফিকেশন সারসংক্ষেপ
নতুন আপডেটে একাধিক নোটিফিকেশন একত্রিত করে সারাংশ দেখানোর ব্যবস্থা আরও উন্নত হয়েছে। লক স্ক্রিন থেকে সহজেই নোটিফিকেশন ম্যানেজ করা যাবে এবং সেটিংস থেকে সারাংশ ফিচার চালু বা বন্ধ করার অপশনও থাকছে।
নোটিফিকেশন আলাদা
এআই নোটিফিকেশনগুলো ইটালিক ফন্টে দেখানো হবে, যাতে সাধারণ নোটিফিকেশন থেকে সহজেই আলাদা করা যায়। তবে বিভ্রান্তি এড়াতে কিছু অ্যাপের নোটিফিকেশন সারাংশ সাময়িকভাবে নিষ্ক্রিয় রাখা হয়েছে।
ক্যালকুলেটর অ্যাপ
ক্যালকুলেটর অ্যাপে সমান চিহ্ন দুইবার চাপলে শেষ গাণিতিক অপারেশনটি পুনরায় সম্পাদিত হবে। এটি ব্যবহারকারীদের
দ্রুত গাণিতিক কাজ করতে সাহায্য করবে।
সূত্র: যুগান্তর