আগামীকাল মঙ্গলবার থেকে দু্ই সপ্তাহের জন্য মেহেরপুরে কঠোর বিধি নিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে মেহেরপুর থেকে রাজশাহী গামী বিআরটিসি বাস চলাচল বন্ধ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের জুম মিটিংয়ে এ সিদ্ধান্ত জানানো হয়। আগামী দুই সপ্তাহ এ বিধি নিষেধ বলবৎ থাকবে।
জুম মিটিংয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন প্রমুখ।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষে করোনা প্রতিরোধ কমিটির পক্ষ থেকে নিম্মোক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলো হলো: জেলার অভ্যন্তরে বা[ড়ির বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে, জরুরী ব্যতিত সকল ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টা থেকে সকাল ১০ টা পর্যন্ত বন্ধ থাকবে, গাংনী উপজেলার তেতুলবাড়িযা, হিন্দা ও মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে সকল দোকান পাট বন্ধ থাকবে, এই মুহুর্তে রাজশাহী যেহেতু সংক্রমণ বেশি সে হিসেবে মেহেরপুর থেকে রাজশাহীগামী বিআরটিএ বাস চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে।