বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক বিশ্বব্যাপী প্রতিষ্ঠা পায় ২০০৪ সালে। বর্তমানে এ সামাজিক নেটওয়ার্কটির ব্যবহারকারীর সংখ্যা ২৪৫ কোটি। ইতিমধ্যেই এর ৫ কোটি ইউজারের মৃত্যু হয়েছে। তবে তাদের ফেসবুক আইডিটি রয়ে গেছে।
ফলে ফেসবুকের ভবিষ্যত নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে ফেসবুক হবে মৃত মানুষের ডিজিটাল আর্কাইভ বা ডিজিটাল গোরোস্থান। ব্যবহারকারীর মৃত্যু হলেও ফেসবুকের কাজে জীবিত থাকছে সব তথ্য।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটে করা এক গবেষণায় বলা হয়েছে, ফেসবুকের বর্তমানে যে অগ্রগতি তা যদি অব্যাহত থাকে তাহলে ২১০০ সালের অর্থাৎ আগামী ৮০ বছর পর এর ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৫০০ কোটি মানুষের মৃত্যু হবে।
বর্তমানে যে ব্যবহারকারী রয়েছে তার মধ্যে দৈনিক মৃত্যু হচ্ছে ৮ হাজার মানুষের। যদি ফেসবুক ব্যবহার কমেও যায় তবুও আগামী ৮০ বছরে ফেসবুকের আইডিধারীদের মধ্যে প্রায় ১৪০ কোটি মানুষ মারা যাবে।
ফেসবুক প্রতিষ্ঠানের প্রথম ১২ বছর বা ২০০৪ সাল থেকে ২০১৬ সালে প্রায় ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর মৃত্যু হয়েছে।
সূত্র: ইন্টারনেট অবলম্বনে