গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা বিগত চার দিনের তুলনায় ভাল বলে জানিয়েছেন তার গণমাধ্যম সমন্বয়কারী জাহাঙ্গীর আলম মিন্টু।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসক অধ্যাপক ডা. নাজিম মোহাম্মদ এর বরাত দিয়ে তিনি বলেন, ডা. জাফরুল্লাহ ফুসফুসের ইনফেকশনে আক্রান্ত ছিলেন, এজন বুকে কফ জমেছিল। তবে মঙ্গলবার থেকে সেটি কমতে শুরু করেছে। তাছাড়া অক্সিজেনও সার্বক্ষণিকভাবে লাগছে না। অক্সিজেন ছাড়াই তিনি স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিতে পারছেন। তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন।