হে বিদ্রোহী কবি আজি তব জন্মদিনে
লহ মোর সশ্রদ্ধ প্রণাম!
মোর হৃদয়-বীণে,বারবার পড়িছে মনে
তব লেখনীর অমর-গাঁথা।
তোমার বজ্র-লেখনী বাণী, দিয়াছিল আনি
তারুণ্যে-ভরা জীবনের স্বাধীনতার বীজমন্ত্র!
‘কারার ঐ লৌহ-কপাট’ ভাঙ্গি মোরা জানি সর্বজনা
যুব-সমাজেরে দিয়াছিল আনি-
আগামী দিনের পথচলার দিক নির্দেশনা।
আজো দেখি, আশি-উত্তীর্ণ বিদীর্ণ হিয়ায়-
হে সাম্যের কবি, তব আঁকা সেই ছবি-
‘যবে উৎপীড়িতের ক্রন্দন রোল’-
এ স্বাধীন দেশে,নানা বেশে
কভু সরবে, কভু-বা নীরবে চলমান!
আর্তের বহমান এই জীবন ধারায়,
যত কিছু অর্জন, আজি বুঝি নীরবে হারায়!