২০ বছর পর আজ সোমবার ১০ জুলাই মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসব উচ্ছাস তৈরি হয়েছে। মেহেরপুর শহর জুড়ে সম্ভাব্য প্রার্থীদের বেনার ফেস্টুনে ছেয়ে গেছে। সম্মেলন সফল করার লক্ষ্যে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যরা বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করছেন। বিকাল ৩টায় শহরের শহীদ ড. সামসুজ্জোহা পার্কে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। ২য় অধিবেশন অনুষ্ঠিত হবে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে। তবে দুর্যোগপূণ আবহাওয়া থাকলে প্রথম অধিবেশনও পৌর কমিউনিটি সেন্টারে করার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বারিকুল ইসলাম লিজন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও অংশ নিবেন বলে জানা গেছে।
এদিকে নতুন কমিটিতে স্থান করে নিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৭ জন সম্ভাব্য প্রার্থী চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সভাপতি পদে বর্তমান জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আরিফুল ইসলাম সোবহান, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক জসিউর রহমান বকুল, কৃষক লীগ নেতা রানা নাঈম, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শোয়েব রহমান সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিবেন। সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব বারিকুল ইসলাম লিজন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগ থেকে পদত্যাগী নেতা কামাল জুয়েল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিবেন বলে শোনা যাচ্ছে।
জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বারিকুল ইসলাম লিজন বলেন, সম্মেলন সফল করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। জাকজমক পূর্ণ একটি সম্মেলন উপহার দিতে আমরা কাজ করছি।
সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি আরিফুল ইসলাম সোবহান বলেন, আশেপাশের জেলা গুলোতে জাকজমকপূর্ণভাবে সম্মেলন করা হচ্ছে। একইভাবে মেহেরপুরেও জাকজমকভাবে সম্মেলন হবে।