এ ত্যাগ যেন জীবন উৎসর্গের মহিমা,
খোদার খুশিতে বাজিছে সুখ দামামা।
আরশে আজীম কলবের শীর্ষ মুত্তাকীন,
রহমানুর রহিম মহব্বতে আলা মুসাদ্দেকীন।
দৃঢ় ঈমানের বাহন হৃদয়ের ধারণ করে,
স্বীয় পুত্র গলায় শানিত তলোয়ার ধরে।
অঝোর কেঁদেছিল পিতার হৃদয়খানি,
রহমাতুল্লিল আলামীনের এ সত্য বাণী।
আল্লাহু আকবর বলে যেই চালাল ছুরি,
খোদা খুশিতে দিশেহারা দুম্বা দিল ত্বরী।
ভালোবাসার ধনকে আত্মত্যাগ নিঃস্বার্থ,
তার চেয়ে বেশি আল্লাহ একমাত্র যথার্থ।
সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় সর্বাগ্রে তাই,
ঈদুল আযহা ত্যাগের উৎকৃষ্ট মহিমা পাই।
সামর্থ্যে সুস্থ সুন্দর পশু কুরবানী দেই যাহা,
মনের যত পশু বধের মন্ত্রই ঈদুল আযহা।