যদিও করোনাকাল, তবুও থামবেনা কোনোকিছু
রোজকার মতোন সূর্য হাসবে, চাঁদও নেবে পিছু
কালের ছায়ায় ছাওয়া মেপল পাতারাও হবে খুশি
গুটিগুটি পায়ে আমরাও যাবো ঈদগাহে. বলবো
ত্যাগ, তিতিক্ষা আর সাম্য খুব খুব ভালোবাসি..!
দ্রাবিড় জীবন আজও ভুলিনি, পরাজিত হবেই
এই করোনাকাল, মুক্ত জীবনে আবারও ফিরব
সাথী হবেই জারি, সারি, ভাটিয়াল!
বিলিয়ে দেবো ঈদ আনন্দ, ভাসবো আনন্দলোক
সবার মুখে ফুটুক হাসি, দীপ্ত হউক সবার চোখ।।