মেহেরপুর ভৈরব নদ ফিরেছে আপন মহিমায়।এখন তার বুকে রাশি রাশি জল আর সবুজ প্রকৃতি।নদীর দু পাড়ে ভরে যাচ্ছে নানা প্রকৃতির গাছ গাছালি আর গুল্মলতায়।এখন এই নদে পাওয়া যাচ্ছে নানা জাতীয় দেশীয় মাছ। দীর্ঘদিন সংস্কারের অভাবে নদটি হারিয়ে ফেলেছিল তার আপন চেহারা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পূর্ণখনন কাজ হাত দেই।তবে, কিছু এলাকায় কচুরিপানা জমে নদটিকে শ্রীহীন করে তুলছে।মেহেরপুর শহরের থানার ঘাট থেকে অনিন্দম সুন্দর এই চেহারা দৃশ্যটি ক্যামেরা বন্দী করেছেন মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দু।