দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৬উইকেটে হারিয়ে হ্যাটট্রিক সিরিজ জিতলো বাংলাদেশ।
আজ (রোববার) টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক সাকিব আল হাসান। বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান করে আফগানরা। তবে বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১১৯ রানে। সেই লক্ষ্য ৪ উইকেট হারিয়ে পৌঁছে যায় টাইগাররা।
১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেয় দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন। প্রথম ওভারে দুই চারের সাহায্যে ৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে আরও আগ্রাসী হন লিটন। এই ওভারে ৩ চারের মারেন তিনি। দুই ওভারে থেকে ২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।
এরপরেও আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান এই দুই ওপেনার। দলীয় ৬৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৩৬ বলে ৩৫ রান করে আউট হন তিনি। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় টাইগাররা।
তবে তাওহিদ হৃদয় ও সাকিবের ব্যাটে জয়ের পথে থাকে বাংলাদেশ। দলীয় ১০৭ রানে ১৭ বলে ১৯ রান করে হৃদয় আউট হলেও শামিমকে নিয়ে বাংলাদেশকে জয় এনে দেন সাকিব। শামিম ৭ বলে ৭ ও সাকিব ১১ বলে ১৮ রানে অপরাজিত থাকেন।
সূত্র: ইত্তেফাক