নাইজেরিয়ার সাবেক অর্থমন্ত্রীকে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান হিসেবে নিয়োগের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র। তারা ওই পদে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রীকে দেখতে চায়। বুধবার মনোনয়ন কমিটি বিশ্ব বাণিজ্য সংস্থার শীর্ষ পদে নাইজেরিয়ার সাবেক মন্ত্রী নাগোজি ওকুনজো-আইউইয়ালাকে নিয়োগের বিষয়ে সুপারিশ করে।
নাগোজি নিয়োগ পেলে তিনিই হবেন বিশ্ব বাণিজ্য সংস্থার শীর্ষ পদে প্রথম নারী এবং প্রথম আফ্রিকান প্রধান।
যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে বৈশ্বিক বাণিজ্যে এ সংস্থার অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। তারা সংস্থার সংস্কারের জন্য শীর্ষ পদটিতে আরেক নারী, দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী ইয়ো মিয়ং-হিকে দেখতে চায়।
যুক্তরাষ্ট্র বলেছে, তারা এই পদে এমন কাউকে চায় যার এ ক্ষেত্রে ‘বাস্তব’ অভিজ্ঞতা রয়েছে।