ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আবাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিন বিশ্বাসের মোটরসাইকেল শোভাযাত্রা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে মোটরসাইকেল শোভাযাত্রা শেষে সন্ধ্যায় নিজ বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বক্তব্য রাখেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিন বিশ্বাসের ভাই কৃষক লীগ নেতা নজরুল ইসলাম দুলাল বিশ্বাস, নূর আলম বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য আমজেদ হোসেন মোল্লা, আওয়ামী লীগ নেতা রাসেল মেম্বর সহ ইউনিয়নের গ্রাম ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী সুষ্ঠু ও সুন্দর ভোট হবে। ইউনিয়নের মানুষ আমাদের সাথে আছে। ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে জয় লাভ করবো।