দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি পেয়েছে বাংলালিংক। টানা চতুর্থবারের মতো ওকলা এ অ্যাওয়ার্ড দেয় বাংলাংককে। ২০.০৪ স্পিড স্কোর নিয়ে ২০২১ সালের তৃতীয় ও চতুর্থ প্রান্তিকের ওকলা স্পিড টেস্ট অ্যাওয়ার্ড রিপোর্টে শীর্ষ স্থান অর্জন করেছে বাংলালিংক। এ সময়ে বাংলালিংক-এর মিডিয়ান ডাউনলোড গতি ছিল ১৩.৭৭ এমবিপিএস এবং মিডিয়ান আপলোড গতি ছিল ৭.৫৪ এমবিপিএস। প্রতিদিন ওকলা স্পিডটেস্ট অ্যাপের মাধ্যমে প্রাপ্ত লক্ষাধিক ফলাফলের ওপর ভিত্তি করে বিশ্বব্যাপী মোবাইল নেটওয়ার্কের মান, কার্যক্ষমতা ও ব্যবহারযোগ্যতা সঠিকভাবে নির্ণয় ও বিশ্লেষণ করে থাকে ওকলা। বাংলালিংক সাম্প্র্রতিক সময়ে দ্রুতগতির ফোরজি ইন্টারনেট এবং মানসম্মত ডিজিটাল সেবা প্রদান করে ভালো ফলাফলের মাত্রা আরও বৃদ্ধি করতে সক্ষম হয়েছে।
বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, ‘টানা চারবারের মতো এ মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন অত্যন্ত আনন্দের একটি ব্যাপার। এই অর্জনের মাধ্যমে প্রতিফলিত হয় যে, আমরা ধারাবাহিকভাবে সেরা ডিজিটাল সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ।’