নির্বাচনে পরাজয় ঠেকাতে নানা কৌশলের অংশ হিসেবে মামলার পথও বেছে নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেখানেও প্রত্যাখাত হলেন তিনি।
চারটি অঙ্গরাজ্যের নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে ট্রাম্পের সমর্থনে করা মামলা খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। খবর বিবিসির।
কয়েক দিন আগে টেক্সাস অঙ্গরাজ্য মামলাটি করে। অভিযোগে বলা হয় জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনের নির্বাচনের ফলাফল বৈধ নয়।
এই চারটি অঙ্গরাজ্যে জো বাইডেন বিজয়ী হয়েছেন।
মামলাটিতে ১৯টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ও কংগ্রেসের ১২৭ জন রিপাবলিকান সদস্যের সমর্থন রয়েছে। কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্ট মামলা খারিজ করার কারণ হিসেবে বলেছে— এ মামলার জন্য টেক্সাসের কোনও আইনি সক্ষমতা নেই।
আদালত বলেছে, “যখন অন্য একটি অঙ্গরাজ্য নিজেদের নির্বাচন করে তখন টেক্সাসের সেই নির্বাচনে কোনও বিচারিক আগ্রহ থাকতে পারে না।”
এই আদেশ ট্রাম্পের জন্য আরও একটা ধাক্কা। কারণ এর আগে কোন তথ্য প্রমাণ ছাড়াই তিনি বলেছিলেন নভেম্বরের নির্বাচনের ফলাফল সুপ্রিম কোর্টের মাধ্যমে নির্ধারিত হবে।
পেনসিলভানিয়াতেও জো বাইডেনের জয়ের বিরুদ্ধে করা আরেকটি মামলা খারিজ করে আদালত।
মার্কিন ইলেকট্রোরাল কলেজ ভোটে ট্রাম্পকে ৩০৬-২৩২ হারিয়ে দেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। ট্রাম্পের চেয়ে দেশব্যাপী ৭০ লাখ ভোট বেশি পান তিনি।