এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে উত্তেজনা চলছেই। এই উত্তেজনার দ্বিতীয় ধাপে চলতি বছরের ২ সেপ্টেম্বর জনপ্রিয় অনলাইন গেম পাবজিসহ (প্লেয়ারআননোওন’স ব্যাটল গ্রাউন্ড) প্রায় ১৫০টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত।
তবে নতুন খবর হল, আবারও জনপ্রিয় সেই গেম ফিরতে পারে ভারতে। খবর টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।
প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বাজারের কথা চিন্তা করে খুব দ্রুতই পাবজি মোবাইল ইন্ডিয়া সংস্করণ চালু করতে যাচ্ছে পাবজি করপোরেশন। তবে ভারত সরকার এখনও তাদের আগের সিদ্ধান্তে অনড় হয়েছে। পাবজির নতুন ভারতীয় সংস্করণের নীতিমালা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে দেশটির সরকার।
২০১৮ সালে পাবজি ভারতের বাজারে প্রবেশ করে। নিষিদ্ধ হওয়ার আগে গেমটির ব্যবহারকারীর ২৪ শতাংশ ছিল ভারতীয়।