হরিণ ছানাটা তেড়ে এসে
মারে বেজায় জোরে,
জোড়া পায়ের লাথি খেয়ে
বাঘের মাথা ঘোরে।
বাদুর ব্যাটা চশমা পড়ে
দিনের বেলা ঘোরে,
আরশোলার তাড়া খেয়ে
টিকটিকিটা মরে।
সিংহ মামা ক্ষেপে আছে
মেজার তার গরম,
নড়া দাঁতে সে পারেনা খেতে
যতই হোক নরম।
হাতির মনে কষ্ট অনেক
করতে চায় জিম,
ব্যায়াম করে কমিয়ে ওজন
হয়ে যাবে স্লিম।
বানর ছানার বাঁদরামিতে
অতিষ্ট তার মা,
শেয়াল মামা ক্ষমা চেয়ে
ধরে হাঁসের পা।