মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের হাটে বক্স শেপ চালু করা হয়েছে।
করোনার সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে বক্স সিস্টেম এর মাধ্যেমে হাট ব্যাবস্থাপনা চালু করা হয়।
মানব উন্নয়ন কেন্দ্র (মউক)এর উদ্যোগে
রবিবার বিকালে আমঝুপি ঈদগাহ ময়দানে বক্স সিস্টেম চালু করা হয়।
মানুষের সমাগম রোধে যার দুরুত্ব করা হয়েছে একটি বক্সের থেকে আরেকটি ৫ ফুট এবং একটি লাইন থেকে আরেকটি লাইনের দুরুত্ব প্রায় ১০ ফুট।
প্রতিটি বক্সের ভিতরে একটি করে দোকান বসানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন চুন্নু, মউক এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সেলিম।