মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পহেলা বৈশাখের এই আয়োজনে বাংলা ১৪৩২ সালকে বিদায় ও ১৪৩৩ সালকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় যথাযোগ্য মর্যাদায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: হাসিবুজামান স্বপন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন। এছাড়াও বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক হাফিজুজ্জামান, সহকারী শিক্ষক রকিবুল ইসলাম, গাজিউর রহমান, রিপন, রাফিউল ইসলাম, বসির আহমদ, আবুল হাসান, শাহনাজ খাতুন, নারগিস চৌধুরী ও শাহেদা বানু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএসসি টিচার হাবিবুর রহমান।
সভাপতি মো: হাসিবুজ্জামান স্বপন তাঁর বক্তব্যে বলেন, “বাংলা ভাষা আমাদের গৌরব, আর পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এই দিনটি শুধু একটি বর্ষবরণ নয়, এটি বাঙালির প্রাণের উৎসব।”
আনন্দঘন এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।