আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৬ টা ৪৫ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা করেন প্রধান শিক্ষক রুহুল আমিন।
এ পরে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীরা র্যালি বের করে ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক হাফিজুজামান, সহকারী শিক্ষক হাবিবুর রহমান, রকিবুল ইসলাম, আলহাজ, আশাদুল হক, বশির আহম্মেদ, আবুল হাসান, শরিফ উদ্দিন, রাফিউল ইসলাম, ফারাহ হোসেন লিটন প্রমুখ।