মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি হাসিবুজ্জামান স্বপনকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন নবনির্বাচিত সভাপতি হাসিবুজ্জামান স্বপনের হাতে ফুল তুলে দেন।
এ সময় নবনির্বাচিত অভিভাবক সদস্য ও আমঝুপি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. তৌফিক মীরকেও ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাফিজুর জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি সায়েদা বানু, নারগিস চৌধুরী, গাজিউর রহমান, রিপন, রকিবুল জামান ও রবিউল ইসলাম।