মেহেরপুরের সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের আমরা আলোর পথে সংগঠনের পক্ষ থেকে গরীব অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে খোকসা গ্রামে সংগঠনের কার্যালয়ের সামনে আমরা আলোর পথে সংগঠনের আয়োজনে শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজি কাদের মহাম্মদ ফজলে রাব্বি।
প্রধান বক্তার বক্তব্য রাখেন আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুনু।
সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি সদস্য আমিল উদ্দিন খান, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক জি.এস. জুয়েল।
অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন, মো: সাকিল আহম্মেদ ও মো: সাজিবুল ইসলাম। আলোচনা সভা শেষে গ্রামের ৮০জন হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এর আগে আয়োজক কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান বক্তা ও মেহেরপুর প্রতিদিন পত্রিকার সাংবাদিক এ সিদ্দিকী শাহীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
-নিজস্ব প্রতিনিধি