আমি ইচ্ছা করেই কপালের টিপটা বাঁকা করে পরি,
যাতে তোমার দুই হাত আমার কপাল ছোঁয় বারবার।
আমি ইচ্ছা করেই চোখে জল ধরে রাখি,
যেন আমার দু-চোখ তোমার আদর পায়।
আমি ইচ্ছা করেই কাজল পরি চোখে,
যেন তোমার দুচোখ আমার মায়ায় পড়ে।
আমি ইচ্ছা করেই কাঁচের চুরির শব্দ তুলি,
যেন অন্য খেয়ালে আমায় ভুলে না থাকো তুমি।
আমি ইচ্ছা করেই শাড়ির আঁচল উড়িয়ে দেই,
যেন উড়ন্ত আঁচলে বাঁধা পরো তুমি।
আমি ইচ্ছা করেই নুপুর বাঁধি পায়ে,
যেন আমার জন্য তোমার মন উদাসী হয়।
আমি ইচ্ছা করেই লুকাই গাছের পাতার আড়ালে,
যেন তুমি উতলা হয়ে খুঁজে ফিরো আমাকে।
আমি ইচ্ছা করেই ভিজি বৃষ্টির জলে,
যেন একটু জ্বর বাঁধে শরীরে।
তোমার মনে আমার জন্য চিন্তার দাগ কাটে,
তোমার অস্থির হাত বারবার ছুঁয়ে যায়
শীতল এক টুকরো কাপড়ের আদলে।
আমি ইচ্ছা করেই অভিমানে ফোলাই আমার গাল,
যেন তোমার সারাটাদিন আমার জন্য কাঁদে মন,
তুমি ব্যস্ত হবে সরাতে আমার আছে যত অভিমান।