মেটা তাদের ‘ইয়ার অব এফিসিয়েন্সি’ এর পরিকল্পনা অনুসারে আরও ৬০০০ কর্মী ছাঁটাই করেছে। কোম্পানির সিইও মার্ক জারাকবার্গ আগেই জানিয়ে রেখেছিলেন। দুই দফায় প্রায় ১০০০০ কর্মী এপ্রিল ও মে মাসে ছাঁটাই করা হবে। এর আগে নভেম্বরে ১০ হাজার কর্মী ছাঁটাই করা হয়। মূলত খরচ কমিয়ে কাজে নিখুঁত হওয়ার জন্যই এমন সিদ্ধান্ত।
এবারের বাণিজ্য বিভাগ থেকে ছাঁটাই করা হয়েছে৷ এপ্রিলে অবশ্য টেক টিম থেকে ছাঁটাই করা হয়েছে। অনেকেই কোম্পানিটিতে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছেন বলে জানা গেছে। মেটা এ পর্যন্ত ২৫ হাজার কর্মী ছাঁটাই করেছে৷ তাদের কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি ৫ হাজার কর্মী আবেদনেও নিয়োগ বন্ধ রাখা হয়েছে।
সূত্র: ইত্তেফাক