আলমডাঙ্গায় চাষিদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল অ্যারাইজ আই এন এইচ ১৬০১৯ হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে এ বীজ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।
এসময় উপজেলা কৃষি অফিসার রেহানা পারভিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মাহমুদুল হক আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তৌহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, বিআরডিবির কর্মকর্তা শায়েলা শারমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখিঁ প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন, এই ধান বাদামি ঘাসফড়িং সহনশীল এবং পাতাপোড়া রোগপ্রতিরোধী। ধানটি অধিক ফলন হওয়ায় অধিক লাভবান হবেন চাষিরা।
উপজেলা কৃষি অফিসার রেহানা পারভিন বলেন, ৫০ জন চাষীর মাঝে ১০০ কেজি ধানের বীজ বিতরণ করা হয়। ক্রমান্বয়ে আরও বিতরণ করা হবে।