ভারতের আগরতলাস্থ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টার দিকে পৌর এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে আলতায়েবা মোড়ে জমায়েত হয়।
উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা এরই মধ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিয়েছে।
বাংলাদেশের ছাত্র-জনতা এর দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে।” এসময় উপস্থিত ছিলেন মুসাব, কাজল, আরাফাত, রাকিব, শামীম, সলেহীন, রাতুল শাকিবসহ আলমডাঙ্গার সাধারণ শিক্ষার্থীরা।