আলমডাঙ্গার আইলহাঁসে কোর্টের ১৪৪ ধারা অমান্য করে জমির ধান কর্তনের অভিযোগ উঠেছে। রবিবার সকালে আইলহাঁস গ্রামের মাঠের ৮ একর জমির পাঁকা ধান কাটার ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় খাসকররা ফাঁড়িপুলিশ ও জমি পরিদর্শন করে এবং স্ব স্ব স্থানে থাকতে নির্দেশ প্রদান করে।
এলাকা সূত্রে জানাযায়, আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস গ্রামে দীর্ঘ ২২ বছর যাবৎ সুফিয়া খাতুনের সাথে একই এলাকার বজলুর রহমান, মিজানুর রহমান, হান্নান, বহুলুল ও মজনুর সাথে পূর্ব বিরোধ চলে আসছে।
আইলহাঁসের প্রায় সাড়ে ৮ একর জমি জোরদখল করে ভোগ দখল করে আসছে বজলুর রহমান, মিজানুর রহমান, হান্নান, বহুলুল ও মজনু।
গত ২০০১ সাল থেকে কোর্টে দেওয়ানী মামলা চলমান রয়েছে। মামলায় ২০১৭ ও ২০২০ সালে সুফিয়া খাতুনের পক্ষে কোর্ট রায় প্রদান করে।
পরবর্তীতে সুফিয়া খাতুনের রায়ের বিপক্ষে আপিল করে বিপক্ষীয় জমির দাবিদার বজলুর রহমান, মিজানুর রহমান, হান্নান, বহুলুল ও মজনু।
এ ঘটনায় ওই জমি নিয়ে বিরোধ সহিংসতা সৃষ্টির দিকে এগিয়ে যেতে থাকে। জোরপূর্বক ভাবে চলমান দেওয়ানী মামলা চলাকালীন সময়ে সাড়ে ৮ একর জমিতে ধান চাষ করে।
এই ধান কর্তনকে কেন্দ্র করে কোর্ট ১৪৪ ধারা জারি করে। কোর্টের আদেশ উপেক্ষা করে ধান করতে যায় হান্নান মাস্টারের লোকজন।
এতে সহিংসতার সৃষ্টির আশংকার খবর পেয়ে ঘটনাস্থলে তিয়রবিলা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধান কাটতে নিষেধ করে।