আলমডাঙ্গার এনায়েতপুরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার সকাল থেকে এনায়েতপুর গ্রামের বেল্টুর নির্দেশে তার জমি সংলগ্ন গাছ কাটে শ্রমিকেরা। এ ঘটনায় সরকারি রাস্তার গাছ কাটায় গাছ গুলো পুলিশ হেফাজতে।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের বেল্টুর মাঠের জমির পাশে সরকারি রাস্তা। আর ওই রাস্তা জুড়ে সবুজ গাছ। সে তার জমির সামনে থাকা রাস্তার পাশের ৪টি বাবলা গাছ ১০ হাজার টাকায় বিক্রয় করে। এ গাছ গুলো বন বিভাগের মাধ্যমে একটি সংস্থা রোপণ করে। সে সংস্থাটি ভেঙে অস্তিত্বহীন হলে বর্তমানে তা বনবিভাগের আওতাধীন থেকে যায়।
এলাকাবাসী অভিযোগ করেন, সুযোগ বুঝে বেল্টু তার জমির সামনের বাবলা গাছ গুলো গোপনে বিক্রয় করে। গাছ গুলো এনায়েতপুর গ্রামের কোরবান আলি তিনটি গাছ কেটে বিক্রি করে। শেষ গাছ কাটতেই বাঁধা পড়ে পুলিশের।
দুর্লভপুর ফাঁড়ি পুলিশের আইসি আব্দুল গাফ্ফার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা গাছের অবশিষ্টাংশ উদ্ধার করেছি। জমি মাপের পরেই কে গাছ পাবে সেটা জানা যাবে।