আলমডাঙ্গা পৌরসভার এরশাদপুর গ্রামের চাষী পাড়ায় উজির হুজুরের বিরুদ্ধে প্রতিবেশীর চলাচলের রাস্তা বন্ধ করে জোরপূর্বক বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে।
এতে প্রায় ১৫ দিন ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিবেশী জুর আলী ও তার পরিবার। বেড়া নির্মাণে প্রতিবাদ করায় মারপিটের ঘটনায় আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছে।
অভিযোগ সূত্রে জানাযায়, আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর চাষীপাড়ার মৃত সের আলীর ছেলে জুর আলী তার পরিবার নিয়ে প্রায় ৬০ বছর বসবাস করে আসছে। তার পৈত্রিক সূত্রে ২১ শত জমি ভোগ দখল করে বাড়ি-ঘর নির্মাণ করেছে।
তার বাড়িতে প্রবেশ পথ গত ২৫শে অক্টোবর জোরপূর্বক বেড়া দিয়ে বন্ধ করে দেয় উজির হুজুর। এসময় তাদের বাঁধা দিতে গেলে উজির হুজুরের ভাই মৃত ইয়াছিন মন্ডলের ছেলে রাজ্জাক, রাজ্জাকের জামাই রবিউল, মোজাহারের ছেলে আশাবুল ও রাজ্জাকের ছেলে ইব্রাহিম মারপিট করে। এ ঘটনায় জুর আলী বাদী হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছে।