আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামবাসী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের রাজু আহমেদকে চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনিত করেছে।
গতকাল শুক্রবার বিকেল ৫ টার দিকে কালিদাসপুর দক্ষিণপাড়ার প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ডা: আঃ শহিদুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শফিউর রহমান সুলতান জোয়াদ্দার।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিগত দিনে আমাদের কালিদাসপুর গ্রামবাসীর উদ্যোগে একজনকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তারই ছেলে রাজু আহমেদ এবারের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে ভোট করতে আগ্রহ বোধ করেছে।
আমরা কালিদাসপুরসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রধান ও এলাকাবাসী উপস্থিত হয়েছি। সকলের সিদ্ধান্ত অনুযায়ি রাজু আহমেদকে নির্বাচনে গ্রাম সমর্থন করে।
আগামী কালিদাসপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজু আহমেদ চেয়ারম্যান প্রত্যাশিত হওয়ায় আমরা সকল গ্রামবাসী ঐক্যবদ্ধ ভাবে রাজুর চেয়ারম্যান নির্বাচনে কাজ করবো।
মতবিনিময় সভায় সভায় রেজাউর রহমান বাবুর উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মঈন উদ্দিন আহমদ, বীরমুক্তিযোদ্ধা আনছার আলি, আব্দুল মান্নান মন্ডল, হাজি হান্নান আলি, আজিজুল হক, মহি উদ্দিন, বিপ্লব হোসেন, বাসুদেব, মানোয়ার হোসেন, আবু তালেব, ইদ্রিস মালিতা, মিজানুর রহমান, রাজু আহমেদ, সেলিম হোসেন, রানা আহমেদ, জিল্লুর রহমান, মাসুদ মেম্বার, সাইফুল ইসলাম প্রমুখ।