ছোটবেলা থেকেই মুরছালিন প্রত্যয়ের ছিল ডাক্তার হওয়ার স্বপ্ন। অবশেষে প্রত্যয়ের সেই স্বপ্ন পূরণ হয়েছে এম এ, জি ওসমানি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের শেখপাড়া গ্রামের খন্দকার জহুরুল হক (খোকন) ও রেবেকা খাতুনের ছেলে মুরছালিন প্রত্যয় এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।
ব্যবসায়ী পিতার তিন ছেলের মধ্যে মুরছালিন প্রত্যয় মেজো। অত্যন্ত মেধাবী প্রত্যয় ছোটবেলা থেকেই পড়ালেখা করতে ভালোবাসে। মেধাবী এই ছাত্র এলাকার হারদি সর: প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরিক্ষায় জিপি ৫ অর্জন করে।
২০১৫ সালে হারদি মীর সামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়। সেখান থেকেও প্রত্যয় জিপিএ ৫ অর্জন করে। ২০১৭ সালে একই স্কুল থেকে এসএসসিতে ও জিপিএ ৫ অর্জন করে যশোর এমএম সরকারি কলেজে ভর্তি হয়।
সেখান থেকে সে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ ৫ পায়। তারপর থেকেই স্বপ্ন পুরণের ডাক্তার হওয়ার দিকে এগিয়ে চলে। তার চাচা মৃত সাদিকুল ইসলাম সাদিকের ও ছিলো ভাতিজা ডাক্তার হয়ে মানব সেবায় কাজ করবে।
নিজের ও পরিবারের সেই লুকনো স্বপ্ন পুরণে দিকে যায় প্রত্যয়।
প্রথম বারে মেডিকেল শিক্ষা জিবনে পা দিয়ে অপরাজিতা হলেও দ্বীতিয় বারের মত আবারো সে মেডিকেল পরিক্ষায় অংশ গ্রহণ করে।
এ বছর দেশের সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৩ শত ৫০ টি। সারাদেশে পরিক্ষায় অংশ গ্রহণ করে ১ লক্ষ ২২ হাজার ৮ শত ৭৪ জন। এর মধ্যে ১৬’শ তম আলমডাঙ্গার কৃতি সন্তান মুরছালিন প্রত্যয় দৃষ্টান্ত স্থাপন করে। মুরছালিন প্রত্যয় এম এ জি ওসমানি মেডিকেল কলেজে ডাক্তারি লেখাপড়ার সুযোগ পেয়েছে।