আলমডাঙ্গার জামজামীতে ঔষধের দোকানে সরকারি হাসপাতালের ঔষধ পাওয়ায় দোকানী ওহেদ আলীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির। এ সময় দোকানে সরকারি ও মেয়াদোত্তীর্ণ আনুমানিক ২০ হাজার টাকার ঔষধ পুড়িয়ে দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, জামাজামী ইউনিয়নের মধুপুর গ্রামের পল্লী চিকিৎসক ওহেদ আলী জামজামী বাজারের ব্রীজ মোড়ে একটি ঔষধের দোকান পরিচালনা করেন। তিনি বিশেষ ব্যবস্থায় সরকারি হাসপাতালের বেশকিছু ব্রান্ডেল ঔষধ দোকানে রেখে বিক্রি করে আসছিলেন। এছাড়া তার দোকানে অনেক মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়।
স্থানীয়রা জানায়, মধুপুরে কমিউনিটি ক্লিনিক থেকে ওহেদ অসাধু কর্মকর্তার মাধ্যমে সরকারি ঔষধ কম দামে কিনে বিক্রি করেন। এটা অনেকটা ওপেন সিক্রেট।
এ সময় আদালতের নিরাপত্তায় ছিলেন জামজামী ক্যাম্পের এএসআই আনিছুর রহমান।