আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী তরিকুল ইসলাম জয়ী হয়েছেন। তিনি ৪৮৩৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুসাইন আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪০২৫ টি।
এছাড়া অপর প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের রানা ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৮৩৭ টি, ধানের শীষ প্রতীক নিয়ে ইউনুছ আলী পেয়েছেন ৭২৪ ভোট ও মোটরসাইকেল প্রতীক নিয়ে নিজাম উদ্দিন পেয়েছেন ২০৪ ভোট।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের ৯ টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১৪ হাজার ৯শ ২০ জন। এরমধ্যে ১০ হাজার ৮শ ৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাতিল হয়েছে ১শ ৩ টি ভোট।
কেন্দ্রভিত্তিক ফলাফলে জানা গেছে, ডাউকি বশিরা মালিক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২২শ ৪ ভোটের মধ্যে নৌকা প্রতীক পেয়েছে ১শ ৫০টি ভোট, আনারস প্রতীক পেয়েছে ১৫শ ৭৭ ভোট, ঘোড়া প্রতীক পেয়েছে ১৬ ভোট, ধানের শীষ প্রতীক পেয়েছে ১৯ ভোট ও নিজাম উদ্দিনের মোটরসাইকেল প্রতীক পেয়েছে ৬ ভোট।
পোয়ামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭৬২ ভোটের মধ্যে নৌকা প্রতীক পেয়েছে ২০৯ ভোট, আনারস প্রতীক পেয়েছে ৩৬০ ভোট, ধানের শীষ প্রতীক পেয়েছে ৯ ভোট, ঘোড়া প্রতীক পেয়েছে ৫ ভোট ও মোটরসাইকেল প্রতীক পেয়েছে ৬টি ভোট।
বাদেমাজু সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২০০০ ভোটের মধ্যে নৌকা প্রতীক ভোট পেয়েছে ৪৫১ টি, আনারস প্রতীক পেয়েছে ৬৯৬ ভোট, ঘোড়া প্রতীক পেয়েছে ১০৭ ভোট, ধানের শীষ প্রতীক পেয়েছে ৬৫ ভোট ও মোটরসাইকেল প্রতীক ভোট পেয়েছে ২০টি।
বাদেমাজু বাদল স্মৃতি একাডেমী কেন্দ্রে ২৪৪৬ ভোটের মধ্যে নৌকা প্রতীক পেয়েছে ৬৩৫ ভোট, আনারস প্রতীক পেয়েছে ২১৯ ভোট, ঘোড়া প্রতীক পেয়েছে ৪৫৫ ভোট, ধানের শীষ প্রতীক পেয়েছে ৩২৩ ভোট ও মোটরসাইকেল প্রতীক ভোট পেয়েছে ১৮টি।
বকশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৮৩৯ ভোটের মধ্যে নৌকা প্রতীক পেয়েছে ৯২৩ ভোট, আনারস প্রতীক পেয়েছে ১৮৯ ভোট, ঘোড়া প্রতীক পেয়েছে ২৮ ভোট, ধানের শীষ প্রতীক পেয়েছে ১১৫ ভোট ও মোটরসাইকেল প্রতীক ভোট পেয়েছে ৩টি।
বকশিপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৮৯৮ ভোটের মধ্যে নৌকা প্রতীক পেয়েছে ৩৫০ ভোট, আনারস প্রতীক পেয়েছে ২০১ ভোট, ঘোড়া প্রতীক পেয়েছে ৯৮ ভোট, ধানের শীষ প্রতীক পেয়েছে ৩৬ ভোট ও মোটরসাইকেল প্রতীক পেয়েছে ৪ ভোট।
ছত্রপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২২৫২ ভোটের মধ্যে নৌকা প্রতীক পেয়েছে ৫৭৮ ভোট, আনারস প্রতীক পেয়েছে ৫৭৯ ভোট, ঘোড়া প্রতীক পেয়েছে ৫৬ ভোট, ধানের শীষ প্রতীক পেয়েছে ৬৯ ভোট ও মোটরসাইকেল প্রতীক পেয়েছে ১৪১ ভোট।
মাজু সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১২৫৮ ভোটের মধ্যে নৌকা প্রতীক পেয়েছে ৫৬০ ভোট, আনারস প্রতীক পেয়েছে ১৬৮ ভোট, ঘোড়া প্রতীক পেয়েছে ৬৭ ভোট, ধানের শীষ প্রতীক পেয়েছে ৬৯ ভোট ও মোটরসাইকেল প্রতীক পেয়েছে ৫ ভোট।
মাধবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১২৬৫ ভোটের মধ্যে নৌকা প্রতীক ভোট পেয়েছে ৯৭৮ ভোট, আনারস প্রতীক ভোট পেয়েছে ৩৬টি, ঘোড়া প্রতীক পেয়েছে ৫ ভোট, ধানের শীষ প্রতীক পেয়েছে ১৯ ভোট ও মোটরসাইকেল প্রতীক পেয়েছে ১ ভোট।