আলমডাঙ্গার রামদিয়া এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মিন্টু (৩০) ও রনি (২০) নামের দুই মাদক বিক্রেতাকে আটক করেছে।
আজ রবিবার বিকেলে রামদিয়া হতে রায়সা যাবার রাস্তার উপর থেকে তাদের আটক করে ডিবি। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক আইনে মামলা হয়েছে।
জানা গেছে,আলমডাঙ্গার রামদিয়ায় ট্যাপেন্টাডল ট্যালেট বেচাকেনা হচ্ছে বলে ডিবি পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে । সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশেন এসআই মুহিদ হাসান সঙ্গীয় অফিসার এএসআই বিজন ভট্রচার্জি, এএসআই আবেদুর রহমানসহ একদল ফোর্স বিকেলে রামদিয়ার ওই সড়কে উপস্থিত হলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারী দৌড়া পালানোর টেষ্টা করে।
এসময় গোয়েন্দা পুলিশ তাড়িয়ে জামজামি ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত কবির ওরফে খবিরের ছেলে মিন্টু ও একই গ্রামের রজন আলীর ছেলে রনিকে আটক করে। আটকের পর তাদের দেহ তল্লাশি করে মিন্টুর কাছ থেকে দুই পাতায় ২শ’ পিচ ট্যাপেন্টাডল ও রনির কাছ থেকে ১শ’ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক দুইজনের আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।