চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সাথে আলমডাঙ্গা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতুবৃন্দ মত বিনিময় করেছেন। তিনি আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে আলমডাঙ্গায় দলীয় কার্যালয়ে উপজেলার ৩৯ টি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন,আমরা বাংলাদেশ আওয়ামীলীগ অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসি,যুগ যুগ ধরে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছি,মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনা অনুযায়ি আমরা যার যার ধর্ম সেই সেই পালন করি,ধর্ম যার যার উৎসব সবার,আসুন আমরা সকলে মিলে একটি অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসি সকলকে নিয়ে স্বপ্নের বাংলাদেশ গঠন করি,যে স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন সেই বাংলাদেশ।একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে দেশে আবারও অরাজকতা সৃষ্টির পায়তরা করছে,আসুন আমরা সকলে মিলে ৭১ এর সেই পরাজিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই,বিএনপি জামাতকে দাঁতভাঙ্গা জবাব দেই।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি শ্যাম সুন্দর আগরওয়ালা। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাধুখা।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার অমল কুমার বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল কুমার কালু ঘোষ, সাধারণ সম্পাদক জয় কুমার বিশ্বাস, পৌর শাখার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পলাশ আচার্য, হিন্দু কল্যাণ ট্রাস্ট এর প্রতিনিধি অসীম কুমার সাহা, রথতলা মন্দির কমিটির সভাপতি বিদ্যুৎ কুমার সাহা, পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সাইফুর রহমান পিন্টু, বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুবলীগ নেতা সৈকত খান,ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম, বাদশা,আওয়ামী লীগ নেতা খন্দকার আব্দুল বাতেন? মহসিন কামাল, আমিরুল ইসলাম মন্টু, ইউপি চেয়ারম্যানের আশিকুর রহমান ওল্টু, আলোচনা সভা শেষে ৩৯ টি মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকদের আর্থিক সহায়তা প্রদান করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এমপি।