আলমডাঙ্গার পৌর পানের হাটে পূর্বশত্রুতার জের ধরে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরের দিকে পূর্ব শত্রুতার জের ধরে বেশ কয়েকজন যুবক এ হামলার ঘটনা ঘটায়। হামলায় দুপক্ষের ৪/৫জন আহত হয়েছে। হামলাকারি একজনকে পান ব্যবসায়ীরা ধরে পুলিশে দিয়েছে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, আলমডাঙ্গার পশুহাটের পাশের পান সেটে দুপুরে ব্যবসায়ীরা পান কেনাবেচা করছিল। এ সময় গোবিন্দপুর গ্রামের বেশ কয়েকজন যুবক ওই পানহাটে কাউকে খুঁজতে যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, গোবিন্দপুর গ্রামের কয়েক যুবক হারদীতে হাসপাতালে করোনার টিকা নিতে যায়। সেখানে হারদীর যুবকদের সাথে গোবিন্দপুর গ্রামের যুবকদের হাতাহাতির ঘটনা ঘটে।
ওই ঘটনার সুত্রধরে গতকাল গোবিন্দপুরের যুবকরা শহরের লালব্রিজ এলাকায় হারদীর যুবকদের দেখতে পায়। এসময় তারা দলে ভারী হয়ে হারদীর যুবকদের মারার পরিকল্পনা করে।
এটা বুঝতে পেরে হারদীর যুবকরা পাশের পানের হাটে ঢুকে পড়ে। সংঘবদ্ধ গোবিন্দপুরের যুবকরা পানের হাটে ঢুকে তাদের উপর হামলা করতে গেলে পান ব্যবসায়ীরা প্রতিরোধ গড়ে তোলে। এসময় হামলাকারিদের সাথে পান ব্যবসায়ীদের মারামারির ঘটনা ঘটে।
একপর্যায়ে হামলাকারিরা ৪/৫জন আহত হয়। হামলাকারিদের সবাই পালিয়ে গেলেও গোবিন্দপুর চেয়ারম্যান পাড়ার শাকিল নামের এক যুবককে পান ব্যবসায়ীরা আটকে ফেলে। পরে আাহত শাকিলকে পুলিশের হাতে তুলে দেয় পান ব্যবসায়ীরা।