আলমডাঙ্গায় বন্ধু ফাউন্ডেশন-৮৮ এর উদ্যোগে এম এ মান্নান রতন জমিদারের জন্মদিন পালিত হয়েছে ।
গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার আলিফ উদ্দিন মোড় প্রাঙ্গণে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বন্ধু ৮৮ ব্যাচের মোবারক হোসেন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাদল স্মৃতি একাডেমী স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, বণিক সমিতির কোষাধ্যক্ষ ও বন্ধু ৮৮ এর সদস্য আলাউদ্দিন, সারজেল আলি, নুর খাঁন, আশরাফুল আলম মন্টু, বাবলু রহমান, সানোয়ার হোসেন, জালাল উদ্দিন, মানোয়ার হোসেন, মতিয়ার রহমান, ষষ্টি কুমার, সাহাবুদ্দিন, আরিফ হোসেন, আলতাফ হোসেন প্রমুখ।