আলমডাঙ্গার ভোদুয়ায় গ্রাম্য মন্ডলি ও পাগড়ি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুর ১ টার দিকে জামজামি ইউনিয়নের ভোদুয়া গ্রামের বাদল শাহ’কে পাগড়ি পড়িয়ে গ্রাম্য মন্ডলি প্রধানের দায়িত্ব প্রদান করা হয়।
এ সময় জামজামি ইউনিয়নের ভোদুয়া গ্রামের ২৩ জন গ্রাম প্রধানের উপস্থিতির মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ভোদুয়া গ্রামের প্রধান আলী আকবর কয়েল শাহ তাকে এ দায়িত্ব প্রদান করেন।
মন্ডলি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ তাহের আলী শাহ, মোঃ জয়নাল আবেদীন বাবলু চৌধুরী, হাজি মোঃ আবু তাহের আলতাফ হোসেন, লিয়াকত মাস্টার প্রমুখ।