আলমডাঙ্গা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ৭ টি মাদক মামলার আসামি সুইট মোল্ল্যা (৫০) এবার ৫ গ্রাম হেরোইনসহ গাংনী থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
গ্রেফতার সুইট মোল্ল্যা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের শানে মোল্ল্যার ছেলে।
তার নামে মাদক কারবারির অভিযোগে আলমডাঙ্গা ও গাংনী থানায় ৭ টি মামলা রয়েছে। সে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী।
গাংনীর ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিত্বে গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে কাজিপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।
ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবুল কালাম আজাদ বলেন, একজন মাদক ব্যবসায়ী মাদক নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্ত্বিতে কাজিপুর মধ্যপাড়া এলাকায় পুলিশের একটি টিম অপেক্ষা করছিলো। সুইট মোল্ল্যা আসার সাথে সাথে তাকে চ্যালেঞ্জ করা হয়। সে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করে তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
হেরোইন উদ্ধারের ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
গ্রেফতারকৃত সুইট মোল্ল্যাকে আজ মঙ্গলবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।