আলমডাঙ্গার সন্তান, পুলিশ সুপার, মীর আবু তৌহিদ (রেন্টু)’রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার থেকে নোয়াখালি পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে বদলীর আদেশ হয়েছে।
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে মীর আবু তৌহিদ রেন্টু’কে রাঙ্গামাটি’র এসপি থেকে পুলিশ ট্রেনিং সেন্টার, নোয়াখালীর এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।মীর আবু তৌহিদ রেন্টু সততা ও দক্ষতার সাথে রাঙামাটি পুলিস সুপারের দায়িত্ব পালন করেছেন।
জানাগেছে, মীর আবু তৌহিদ আলমডাঙ্গা পৌরসভার পাশ্ববর্তী ফরিদপুর গ্রামের মীর সামসুল ছরোয়ার মেজ ছেলে মীর আবু তৌহিদ (রেন্টু),১৯৯৫ সালে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি, ১৯৯৭ সালে আলমডাঙ্গা ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগ থেকে ২০০১ সালে স্নাতক (সম্মান) ও ২০০২ সালে স্নাতকোত্তর সম্পন্ন করে বিসিএস ২৫তম ব্যাচে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে নারায়ণগঞ্জ জেলা পুলিশে চাকুরিতে যোগদান করেন।
২০২২ সালের ৩রা আগষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে মীর আবু তৌহিদ রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার পদে যোগদান করে অদ্যবধি অত্যন্ত সততা, পেশাদারীত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
রাঙ্গামাটিতে বদলি হওয়ার পূর্বে দীর্ঘদিন তিনি পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখায় উগ্রপন্থা দমন, সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি নির্ভর পুলিশিং এর উপর বিভিন্ন দায়িত্ব পালন করেন।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে মীর আবু তৌহিদ রেন্টু’কে রাঙ্গামাটি’র এসপি থেকে পুলিশ ট্রেনিং সেন্টার, নোয়াখালীর এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।