দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার আলমডাঙ্গা ব্যুরো প্রধান ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি রহমান মুকুলের মা হাসিনা বেগম আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার বিকেল সোয়া ৫ টায় আলমডাঙ্গা কলেজপাড়ার নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি সম্প্রতি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। অসুস্থ হওয়ার পর প্রায় দু সপ্তাহ তাকে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
মরহুমা হাসিনা বেগম আলমডাঙ্গা উপজেলার নওদা পাঁচলিয়া গ্রামের প্রয়াত আওলাদ মিয়ার সহধর্মিণী, জোড়্গাছা গ্রামের প্রয়াত আহমেদ মিয়ার কন্যা ও আলাউদ্দীন ঘোরী স্টেটের শেষ জমিদার ফজিলাতুন্নেছা চৌধুরানীর নাতনী। মৃত্যুকালে ধার্মিক ও পর্দানশীন হাসিনা বেগম ৩ ছেলে, ১ মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ এশা আলমডাঙ্গা দারুস সালাম প্রাঙ্গণে মরহুমার প্রথম ও পাঁচলিয়া গ্রামে ২য় বার জানাযা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
মরহুমার জানাযায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষের সমাগম ঘটে। এদিকে, সাংবাদিক রহমান মুকুলের মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে সাংবাদিক ও শিক্ষকসমাজ, রাজনীতিবীদসহ সর্বস্তরের মানুষ উপস্থিত হন। তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
মরহুমার রুহের মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।