আলমডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্টাতা ও সম্পাদক আ.ফ.ম সিরাজ সামজী চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাচ্ছে। সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সম্প্রতি আ.ফ.ম সিরাজ সামজী ডায়েবেটিস, চক্ষুরোগে আক্রান্ত হয়ে ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন করেছেন। এর পর চোখের রোগে আক্রান্ত হলে ঢাকা কুষ্টিয়া সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছেন।
কিন্ত চোখের সমস্যা দিন দিন আরও বেড়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে ভারতে উন্নত চিকিৎসা করার পরামর্শ দিলে।
আজ শুক্রবার তিনি দর্শনা বর্ডার হয়ে ভারতের কোলতায় ডাক্তার দেখনোর উদ্দেশ্যে রওনা দেবেন। সিরাজ সামজী ফরিদপুরে বিশ্বজগৎ বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দ্রষ্টা। তিনি একটি স্কুল, একটি মসজিদ, একটি লাইব্রেরী প্রতিষ্টা করেছেন। সে ১৯৯২ সালে আলমডাঙ্গা সাহিত্য পরিষদ গঠন করেন। ব্যাক্তি জীবনে সে ফ্যামেলি প্লানিংয়ে চাকরি করতেন। অবসর গ্রহনের পর থেকে সাহিত্য জগতে বেশির ভাগ সময় দেন।
তার লেখা ৩ টি বই প্রকাশিত হয়েছে, ২০২০ সালে ২১শে বই মেলায় তার একটি কাব্যগ্রস্থ স্টলে ছিল। সে সকলের কাছে দোয়া চেয়েছেন।
মেপ্র/আরপি