আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ডলি খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ রবিবার বিকেল ৪ টায় ভাংবাড়িয়া ইউনিয়নের বড়বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ডলি খাতুন ওই গ্রামের কৃষক মো. আক্কাস আলীর স্ত্রী।
আক্কাস আলী বলেন, তার স্ত্রী অসতর্কতাবশত ঘরের মধ্যে থাকা টেবিল ফ্যানের লাইন দিতে যায়। তার হাত দেয়ালের বৈদ্যুতিক সকেটে ঢুকে গেলে ঘটনাস্থলেই সে মারা যায়। স্থানীয় চায়ের দোকান থেকে ফিরে ঘরের ফ্লোরে পড়ে থাকতে দেখে চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে আসে। তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তিনি মৃত বলে জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ভাংবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. সোহানুর রহমান সোহান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
পল্লী বিদ্যুৎ হাটবোয়ালিয়া সাব-জোনাল অফিসের এজিএম আলমঙ্গীর হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে কারো মুত্যুর খবর তাদের জানা নেই।
আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে।