অপেক্ষার অবসান ঘটিয়ে আলমডাঙ্গা উপজেলার ১৩ ইউপি নির্বাচনের চুড়ান্ত দলীয় প্রার্থী ঘোষণা করেছেন ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। গতকাল শুক্রবার রাতে আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চুড়ান্ত করা হয়। সারাদেশের ন্যায় আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে আলমডাঙ্গার ১৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
ক্ষমতাসীন দলটিন দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকালের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী আলমডাঙ্গার ১৩ টি ইউনিয়নের মনোনয়ন পেলেন যারা- আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্রী সমীর কুমার দে, ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নাহিদ হাসনাত, হারদি ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, কুমারি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, বাড়াদি ইউনিয়নের সাবেক যুবলীগের সভাপতি ও আওয়ামীলীগ নেতা আশাবুল হক, গাংনী এমদাদুল হক, খাদিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান জোয়াদ্দার, জেহালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাসানুজ্জামান হান্নান, ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান তরিকুল ইসলাম, জামজামি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিৎলা ইউনিয়নের খন্দকার আব্দুল বাতেন, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদিন। দলীয় মনোনয়ন চুড়ান্তের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উল্লাসে মেতে ওঠে নেতাকর্মীরা।