আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যাগে ২০জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি ও ২ জন শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর কার্য্যালয় হতে অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে বরাদ্দ প্রাপ্ত ২০ জন শিক্ষার্থীর মাঝে এ শিক্ষাবৃত্তি বাইসাইকেল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড, কিসিঞ্জার চাকমা।
উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কে, এম মঞ্জিলুর রহমান,সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বোস,উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুম বিল্লাহ্, একাডেমিক সুপার ভাইজার ইমরুল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক,প্রকল্প কর্মকর্তা এনামুল হক, শিক্ষক গৌতম কুমার,আহসাস কবির বকুলসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা।
উল্লেখ, প্রাথমিক পর্যায়ে ১০জন,মাধ্যমিক পর্যায়ে ৫ জন, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৩ জন ও দুই শিক্ষার্থীকে বাই সাইকেল প্রদান করা হয়।
পরে চুয়াডাঙ্গা জেলা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা আলমডাঙ্গা পৌরসভা, উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে।