আলমডাঙ্গার আনন্দধামে ডি.কে ট্রেডার্সে পদ্মফুল মনোগ্রাম মার্কা মুড়ি বাজার জাতের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। রবিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।
আদালত সূত্রে জানাগেছে, আলমডাঙ্গার পৌর এলাকার আনন্দধামে অবস্থিত ডি.কে ট্রেডার্স। আসন্ন রমজান উপলক্ষে গোপনে মুড়ি উৎপাদন সহ মজুদ করে বিক্রয় করে আসছিলো।
ওই মুড়ির প্যাকেটে ভুয়া বিএসটিআই অনুমোদন লোগো সহ নিউট্রিশন ফ্যাক্টস লেখা আছে। অথচ তাদের নেই কোন বিএসটিআই সনদ ও নিউট্রিশন ফ্যাক্টের নেই কোন টেস্ট রিপোর্ট।
এসব ভুয়া রিপোর্ট উপস্থাপনের মাধ্যমে অবাধে মুড়ি উৎপাদন ও বিক্রয় করে যাচ্ছে। এসব প্যাকেটে এসব মিথ্যা বিজ্ঞাপন দেখে সাধারণ মানুষ মুড়ি কিনে হচ্ছে প্রতারিত।
রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা কর্তৃক ভ্রাম্যমাণ অভিযানে এর সত্যতা মিলেছে বলে জানাযায়।
এছাড়া প্যাকেটে দেওয়া হয়নি উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মুল্য। ফলে মুড়ির মেয়াদ আছে নাকি মেয়াদ উত্তীর্ণ বা দোকানি মুল্য বেশি নিয়েছে কিনা ক্রেতারা। সঠিক তথ্য প্যাকেটে সংযুক্ত করা নেই।
এমন তথ্যের ভিত্তিতে রবিবার দুপুরে জেলা জাতীয় ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৪৪ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। গোডাউনে মজুদকৃত মুড়িসহ বাজারজাতকৃত মুড়ি দোকান থেকে তুলে এনে মিথ্যা বিজ্ঞাপন মুছে মেয়াদ, মুল্য ইত্যাদি লিখে বাজারজাত করা ও লাইসেন্স না পাওয়া পর্যন্ত মুড়ির উৎপাদন করবেনা মর্মে লিখিত মুচলেকা নেওয়া হয়।